অনলাইন নিউজ:
অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিং মলে ছুরিকাঘাতে অন্তত ৬জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক।
আজ শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৩.২০ মিনিটের দিকে নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনির বন্ডি জাংশন শপিং সেন্টারে এই হামলা ঘটে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার অ্যান্থনি কুক জানান, হামলাকারী একজন ঊর্ধ্বতন নারী অফিসারের গুলিতে নিহত হয়েছেন। এই মহিলা পুলিশ অফিসার সাহসিকতার সাথে একাই আততায়ীকে তাড়া করেন এবং একসময় ছুরি ফেলে দিতে বললে হামলাকারী অস্বীকার করায় গুলি করে তাকে হত্যা করেন।
শপিং মলে একটি বড় ছোরা নিয়ে প্রবেশকারী এই ব্যাক্তির বয়স ৪০ বছর। সে এলোমেলোভাবে ক্রেতাদের ছুরিকাঘাত শুরু করে৷ আতঙ্কিত পরিবারগুলি তাদের জীবনের জন্য দৌড়ে যাওয়ার সময় একাধিক লোককে এই সময় ছুরিকাঘাত করা হয়, আটজন এখনও হাসপাতালে।
শপিং সেন্টার এবং আশেপাশের এলাকায় একাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা মোতায়েন করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।