আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান।
বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের উদ্যোগে পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচির (সিএমডিপি) অধীনে আইসিবির পুনর্গঠন কর্মসূচির অংশ হিসেবে কোম্পানিটি তৈরি করা হয়।
কোম্পানিটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত যার অনুমোদিত মূলধন ছিল ১ বিলিয়ন এবং পরিশোধিত মূলধন ছিল ৩৯৩.৮০ মিলিয়ন।১৯৯৪ সালের কোম্পানী আইন অনুযায়ী এটা ২০০০ সালের ৫ই ডিসেম্বর জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধিত হয়।
আইসিবি এএমসিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ এর অধীনে মিউচুয়াল ফান্ড কার্যক্রম চালাতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে ১৪ই অক্টোবর, ২০০১ তারিখে লাইসেন্স গ্রহণ করে।
সেই থেকে মিউচুয়াল ফান্ড শিল্পকে দেশে বিনিয়োগের সবচেয়ে জনপ্রিয় হাতিয়ার হিসেবে গড়ে তুলতে উৎসাহব্যঞ্জক ও কার্যকর ভূমিকা পালন করে চলেছে এএমসিএল।
সততা এবং স্বচ্ছতার সাথে গুণমান বজায় রেখে গ্রাহক ভিত্তিক উদ্ভাবনী পণ্য উৎপাদন করে একটি প্রভাবশালী ও কৌশলগত বাজারের নেতা হয়ে উঠতে, সর্বোত্তম ক্লায়েন্ট পরিষেবা প্রদানে আরো স্বচ্ছ, নৈতিক এবং পেশাদার আচরণ প্রদান এবং মান বজায় রাখার মাধ্যমে পোর্টফোলিও পরিচালনার আধুনিক কৌশল অবলম্বন করে টেকসই বৃদ্ধির স্তর অর্জন করাই আইসিবি’র এই সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের লক্ষ্য।
আইসিবি হলো আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ১০০% মালিক।
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিঃ এর সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্লান বা এসআইপি-
জনসাধারণের ক্ষুদ্র সঞ্চয় দেশের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্তকরনের লক্ষ্যে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিঃ এর ব্যবস্থাধীনে পরিচালিত ১৫টি বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডে (সিডিএসভূক্ত ১০টি ও নন-সিডিএসভূক্ত ৫টি) বিনিয়োগ বৃদ্ধির নিমিত্ত সম্মানিত গ্রাহকের ব্যাংক হিসাব স্বয়ংক্রিয় ডেবিট (বিইএফটিএন) প্রক্রিয়ায় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি) কার্যক্রম চালু করা হয়েছে, যা নিম্নোক্তভাবে সম্পাদিত হবে:
* কোম্পানির ব্যবস্থাধীন পরিচালিত বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডসমূহের সার্টিফিকেট ক্রয় করতে ইচ্ছুক এসআইপি গ্রাহকগণ মাসিক ভিত্তিতে ন্যূনতম ১,০০০ টাকা অথবা ১,০০০ টাকার গুনিতক এবং ত্রৈমাসিক ভিত্তিতে ন্যূনতম ৫,০০০ টাকা অথবা ৫,০০০ টাকার গুনিতক যে কোন পরিমান অর্থ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এর মাধ্যমে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে প্রতি মাসের ১০ তারিখে সম্মানিত গ্রাহকের ব্যাংক হিসাব হতে সংশ্লিস্ট ফান্ডের ব্যাংকের মাধ্যমে স্বয়ংক্রিয় ডেবিট পদ্ধতিতে অর্থ সংগ্রহ করা হবে। উল্লেখ্য যে, মাসের ১০ তারিখ বৃহস্পতিবার অথবা সাপ্তাহিক ছুটি বা সরকারী ছুটির দিন হলে, তবে পরবর্তী লেনদেনের তারিখে এসআইপি’র অর্থ সংগ্রহ করা হবে এবং উক্ত তারিখের/দিনের ইউনিটের মূল্য অনুযায়ী গ্রাহক ইউনিট বরাদ্দ প্রাপ্ত হবেন। এক্ষেত্রে ভগ্নাঙ্কঘটিত (Fractional) অর্থ গ্রাহকের পরবর্তী কিস্তির সাথে সমন্বয় করা হবে। বুক ক্লোজারের সময়ে লেনদেন বন্ধ থাকে বিধায় এসআইপি’র জন্য অর্থ সংগ্রহ বন্ধ থাকবে;
* আলোচ্য সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্লান (এসআইপি) এর মেয়াদ ০৩ (তিন) বছর;
* আগ্রহী গ্রাহককে ‘আবেদনপত্র’ ও ‘ইএফটি স্বয়ংক্রিয় ডেবিট ফরম’ পূরনপূর্বক কোম্পানিতে জমা প্রদান করতে হবে। এক্ষেত্রে গ্রাহককে মাত্র একবার কোম্পানির অফিসে আসার প্রয়োজন হবে। আবেদনপত্রের তথ্যাদি সফটওয়্যারে ইনপুট দিয়ে গ্রাহককে তাৎক্ষণিক একটি স্বীকৃতি রসিদ (Acknowledgement Receipt) প্রদান করা হবে;
* আবেদনকৃত গ্রাহকদের স্ব-স্ব ব্যাংক হিসাবে নির্ধারিত পরিমান অর্থ নিশ্চিত করার জন্য অর্থ সংগ্রহের পূর্বে কোম্পানি কর্তৃক ক্ষুদে বার্তা (SMS) প্রেরণ করা হবে;
* সম্মানিত গ্রাহকগনের স্বয়ংক্রিয় ডেবিট প্রক্রিয়ায় অর্থ সংগ্রহের পর পরবর্তী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহকগনের অনুকূলে একক স্ক্রিপ্ট (Single Script) সার্টিফিকেট ইস্যু করা হবে। উল্লেখ্য যে, সিডিএসভূক্ত নয়টি ফান্ডের ক্ষেত্রে বছর শেষে ইউনিটসমূহ গ্রাহকদের বিও অ্যাকাউন্টে প্রেরণ করা হবে; এবং
* গ্রাহকগন সিআইপি, লিয়েন ও ট্যাক্সসহ বিদ্যমান সকল সুবিধাদি প্রাপ্য হবেন।
গত ০৫ ডিসেম্বর ২০২১ তারিখ, রবিবার, সকাল ৯:৩০ ঘটিকায় আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এর গ্রাহক সেবা সপ্তাহ-২০২১ উদ্যাপন উপলক্ষে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান কোম্পানি কার্যালয়, গ্রীন সিটি এজ, ৮৯, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হয়।
আকাশে বেলুন উড্ডয়নের মাধ্যমে ৫-৯ ডিসেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য গ্রাহক সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন কোম্পানির পরিচালনা বোর্ডের মাননীয় চেয়ারম্যান ড. মোঃ কিসমাতুল আহসান, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল হোসেন এবং অত্র কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এ.টি.এম. আহমেদুর রহমান।
আইসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ কামাল হোসেন গাজী, আইসিবি’র অপর দু’টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদ্বয়, আইসিবি’র মহাব্যবস্থাপকগণ, আইসিবি ও এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সম্মানিত গ্রাহকগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বর্তমানে এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হলেন জনাব আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান। জনাব এ.টি.এম আহমেদুর রহমান ০৯ই মে ২০২০ তারিখে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মহাব্যবস্থাপক। তিনি ১৯৮৯ সালে আইসিবিতে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে বি.কম (অনার্স) এবং এম.কম ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়াও তিনি আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। জনাব আহমেদুর রহমান আইসিবিতে তার মেয়াদকালে অ্যাকাউন্টস, ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ, সিকিউরিটিজ অ্যানালাইসিস এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ফিন্যান্স, ইক্যুইটি এবং এন্টারপ্রেনারশিপ ফান্ড ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিভাগ ও শাখায় কাজ করেছেন এবং প্রচুর অবদান রেখেছেন। এছাড়াও তিনি আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড-এ উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন- যা ছিল আইসিবি’র অরেকটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। জনাব আহমেদুর রহমান আইসিবিতে তার দীর্ঘ চাকরির সময় শিল্প প্রকল্প অর্থায়ন, মার্চেন্ট ব্যাংকিং, পুঁজিবাজারের উদীয়মান সমস্যা, আধুনিক ব্যবস্থাপনা কৌশল, কার্যকর নেতৃত্ব এবং লোক ব্যবস্থাপনা ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে বিভিন্ন দেশি ও বিদেশী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। আমরা তাঁর দীর্ঘায়ু ও উত্তোরোত্তর অগ্রগতি কামনা করি।