Monday , December 23 2024
Breaking News
Home / অর্থনীতি / আকুভুক্ত এশিয়ার ৮ দেশের সঙ্গে সরাসরি লেনদেন না করার নির্দেশ

আকুভুক্ত এশিয়ার ৮ দেশের সঙ্গে সরাসরি লেনদেন না করার নির্দেশ

জয় ভিশন:

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সদস্যভুক্ত এশিয়ার ৮ দেশের সঙ্গে সরাসরি কোনও লেনদেন না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব দেশের সঙ্গে লেনদেন শুধু কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)হলো কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রফতানি হয়, তার বিপরীতে প্রতি দুই মাস পর পর লেনদেনের নিষ্পত্তি হয়। তবে অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়।

আকুর সদস্য দেশগুলো হচ্ছে— বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। তবে দেনা পরিশোধে ব্যর্থ হওয়ায় সম্প্রতি এ তালিকা থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কা।

জানা গেছে, আকুর সদস্য দেশ হওয়া সত্ত্বেও দেশের ব্যাংকগুলো ভারতের সঙ্গে অনেক লেনদেন সরাসরি করছে। এতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ওপর অনেক চাপ বাড়ছে। এই চাপ কমাতে সব লেনদেন আকুর মাধ্যমে করার নির্দেশ দেওয়া হয়েছে।

About admin

Check Also

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু তিন দিনব্যাপী ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার বিভিন্ন রুটে ১৫% ডিসকাউন্ট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

জয় ভিশন: পর্যটন বিচিত্রার উদ্যোগে গতকাল ১৯ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত পূর্বাচল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *