Monday , December 23 2024
Breaking News
Home / অন্যান্য / আলো স্বল্পতার কারণে আগেভাগেই শেষ হলো নিউজিল্যান্ড-বাংলাদেশ তৃতীয় দিনের খেলা: বাংলাদেশ ২ উইকেটে ৩৮

আলো স্বল্পতার কারণে আগেভাগেই শেষ হলো নিউজিল্যান্ড-বাংলাদেশ তৃতীয় দিনের খেলা: বাংলাদেশ ২ উইকেটে ৩৮

ক্রীড়া প্রতিবেদক:

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে হতাশ করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে পুষিয়ে দেয় টাইগাররা।প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে নিউজিল্যান্ড ৩৭.১ ওভারে অলআউট হয় ১৮০ রানে। কিউইরা লিড তখন মাত্র ৮ রানের।

তৃতীয় দিনে জবাব দিতে নেমে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশও। ২ উইকেটে ৩৮ রান তোলার পর আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়।

ঢাকা টেস্টে টাইগারদের লিড এখন ৩০ রানের। উইকেটে জাকির হোসেন আর মুমিনুল হক। জাকিরের ১৬ রানে অপরাজিত, মুমিনুল রানের খাতা  এখনও খুলতে পারেননি।

বিকেল পৌনে ৩টার দিকে খেলা বন্ধ করেন আম্পায়াররা। এরপর আর আবহাওয়ার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়েছে আগেভাগেই।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন পণ্ড হয়েছিল বৃষ্টিতে। মাঠে গড়ায়নি একটি বলও। তৃতীয় দিনে আজ শুক্রবার (৮ ডিসেম্বর) আড়াই ঘণ্টা দেরিতে শুরু হয় প্রথম ইনিংসের খেলা। বাংলাদেশি বোলারদের লক্ষ্যটা ছিল ৫৫ রানে পাঁচ উইকেট হারানো কিউইদের যত দ্রুত সম্ভব অলআউট করা। ক্রিজে থাকা ডেরিল মিচেল ও গ্লেন ফিলিপসের জুটি মাথাব্যথার কারণ ছিল বাংলাদেশের জন্য।

বেলা ১২ টায় ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে বড় লিড দাঁড় করানোর চেষ্টা করেছিলেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস।

ফিলিপস বলতে গেলে বোলারদের তুলোধুনো করেছেন ডানহাতি এই কিউই ব্যাটার। দলকে বড় লিড এনে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। মারকুটে ব্যাট করে সেঞ্চুরির পথে হাঁটছিলেন তিনি।  তাকে সেঞ্চুরি বঞ্চিত করেন শরিফুল। বাঁহাতি এই পেসারের ফুল লেন্থের বলে উইকেটরক্ষক নুরুল হাসানের হাতে ক্যাচ হন তিনি। ৭২ বলে ৮৭ রান করেন ফিলিপস।

মিচেলকে বেশিদূর এগোতে দেয়নি বাংলাদেশ। গ্লেন ফিলিপস অবশ্য দারুণ লড়েছেন। অবশেষে বাংলাদেশের বিপক্ষে ৮ রানের লিড দিয়ে ফেরত যান এই কিউই ব্যাটার। তার ফেরত যাওয়ার পর আর কোনো রান যোগ না করে ১৮০ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের দেওয়া ৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। খেলতে নেমে প্রথমেই উইকেট হারিয়ে বসে নাজমুল হোসেন শান্তর দল। দলীয় ৩ রানের মাথায় সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয় (২ বলে ২)। এরপর ৩৮ রানের মাথায় দ্বিতীয় উইকেট বিলিয়ে দেন অধিনায়ক শান্ত। ২৪ বলে ১৫ রান করেন এই বাঁহাতি।

শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন বাংলাদেশ অলআউট হয়েছিলো ১৭২ রানে। সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। ডানহাতি ব্যাটার শাহাদাত হোসেন করেন ৩১ রান।

কিন্তু আলোক স্বল্পতায় এই দিন আগেভাগেই শেষ হয়ে গেল তৃতীয় দিনের খেলা।

About admin

Check Also

দুর্নীতিবিরোধী রাষ্ট্রব্যবস্থা ও বৈষম্যহীন “নতুন বাংলাদেশ” প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে তরুণরা: টিআইবি

জয় ভিশন অনলাইন: তারুণ্যের যুক্তিনির্ভর নেতৃত্বে দুর্নীতিবিরোধী রাষ্ট্রব্যবস্থা ও বৈষম্যহীন “নতুন বাংলাদেশ” প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *