জয় ভিশন অনলাইন:
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে আসছে নতুন টাকার নোট।টাকার নকশা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে তার স্থলে যুক্ত হতে যাচ্ছে জুলাই বিপ্লবের গ্রাফিতি।
নতুন নোট ছাপানোর জন্য টাঁকশাল ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ছয় মাসের মধ্যে বাজারে নতুন নোটগুলো আসতে পারে।
আপাতত ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের নকশায় পরিবর্তন করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পেয়েছে এই পদক্ষেপ।
কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া হবে। প্রথম ধাপে ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নকশায় পরিবর্তন আনা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব ব্যাংক নোটের নকশা পরিবর্তন করা হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা সাংবাদিকদের বলেন, ‘নতুন নকশায় টাকা ছাপার বিষয়ে সরকারের অনুমোদন পাওয়া গেছে। এখন বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আশা করছি, আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন নকশার টাকা।’
বাংলাদেশে মুদ্রা ছাপানোর কাজটি করে দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, যা টাঁকশাল নামে পরিচিত। টাঁকশালের এক কর্মকর্তা জানান, চলতি মাসেই টেন্ডার আহ্বান করা হবে। এ প্রক্রিয়া শেষ হলে ছাপার কাজ শুরু হবে। নতুন টাকা আগামী জুনের আগেই বাজারে আসবে।