Sunday , December 22 2024
Breaking News
Home / আন্তর্জাতিক / ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা কল্পনায়ও না আনতে রাশিয়ার সতর্কবার্তা

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা কল্পনায়ও না আনতে রাশিয়ার সতর্কবার্তা

অনলাইন ডেস্ক:

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করেছে রাশিয়া।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভকে উদ্ধৃত করে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা তাস।

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মস্কো মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে এই সতর্কতা জারী করে।

লেবাননের হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ এবং ইরানে আলোচনায় অবস্থানরত ফিলিস্তেনের হামাস প্রধান ইসমাইল হানিয়াহসহ অন্য শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ নিতে ইরান ১ অক্টোবর একযোগে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ইসরায়েলীদের দিকে ছোড়ে।

রুশ বার্তা সংস্থা তাসকে রিয়াবকভ বলেছেন, ‘(ইরানি) পারমাণবিক স্থাপনা এবং অবকাঠামোতে হামলার বিষয়ে আমরা ইসরায়েলকে বারবার সতর্ক করে দিয়েছি এবং এখনো করছি। তারা যেন এমনটি তাদের কল্পনাও না আনে।’

তিনি বলেন, ‘হামলা হলে পরিস্থিতি আরও বিপর্যয়কর হবে এবং পারমাণবিক নিরাপত্তা নীতির সম্পূর্ণ লঙ্ঘন হবে।’

টাইমস অব ইসরায়েল বলছে, মস্কো কত গুরুতর আকারে ইসরায়েলকে এমন বার্তা দিয়েছে তা স্পষ্ট নয়।

ইরানের পরমাণু শক্তি সংস্থা দাবি করেছে, ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলার সম্ভাবনা ‘অত্যন্ত কম’ এবং দেশটি যেকোনো সম্ভাব্য ক্ষতি ‘দ্রুত পুষিয়ে’ নিতে পারবে।

সংস্থাটির মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেন, ‘এটি ঘটার সম্ভাবনা খুবই কম। কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণের ঘটনা ঘটলে, নিশ্চিত থাকুন, এটি সফল হবে না। আর যদি তারা (ইসরায়েল) এমন কোনো বোকামি করে, তাহলে তারা আমাদের কোনো গুরুতর ক্ষতি করতে পারবে না এবং যদি ধরেও নেওয়া হয় যে তারা কিছু ক্ষতি করতে পারে, তবে তেহরান দ্রুত তা পুষিয়ে নিতে সক্ষম হবে।’

ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় পাল্টা অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনকে একটি সূত্র এমনটি জানিয়েছে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন, পাল্টা আক্রমণ শুধু সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকবে, জ্বালানি বা পারমাণবিক স্থাপনায় নয়।

About admin

Check Also

বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা ৪ কোটি ১৭ লাখ: ইউএনডিপি’র প্রতিবেদন

জয় ভিশন অনলাইন: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র মতে বাংলাদেশে বর্তমান অতি দরিদ্র মানুষের সংখ্যা চার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *