নিউজ ডেস্ক:
৫ই মার্চ , মঙ্গলবার রাত ৯টার পর থেকে সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। তারা জানান, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করা যাচ্ছে না। এমনকি যারা ফেসবুকে লগ–ইন করা অবস্থায় ছিলেন তারাও স্বয়ংক্রিয়ভাবে লগ–আউট হয়ে যান।
প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করে।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সামাজিক এই মাধ্যমটি সচল দেখা যায়।
এর আগে বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হয়। হঠাৎ করেই ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েন। বার্তা আদান–প্রদানের অ্যাপ মেসেঞ্জার ব্যবহারেও সমস্যা হয়।
ডাউনডিটেক্টর ছাড়াও ট্র্যাকিং ওয়েবসাইট, অ্যাপ এবং বিভিন্ন ওয়েবসাইটে ফেসবুক বিভ্রাটের বিষয়টি রিপোর্ট করেছেন ব্যবহারকারীরা।