Monday , December 23 2024
Breaking News
Home / আন্তর্জাতিক / কাতার বিশ্বকাপ-২০২২: আর্জেন্টাইন সতীর্থদের ৩৫টি সোনায় মোড়ানো আইফোন উপহার দিলেন মেসি

কাতার বিশ্বকাপ-২০২২: আর্জেন্টাইন সতীর্থদের ৩৫টি সোনায় মোড়ানো আইফোন উপহার দিলেন মেসি

অনলাইন ডেস্ক:

কাতার বিশ্বকাপ জয়ের আনন্দে কোচিং স্টাফ ও দলের ফুটবলারদের একটি করে স্বর্ণের প্রলেপ দেওয়া আইফোন উপহার দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সেজন্য ৩৫টি গোল্ডেন আইফোন ১৪-এর অর্ডার করেছিলেন তিনি।

স্বর্ণের প্রলেপ দেয়া এ আইফোন ১৪ সিরিজের, যেখানে তিনটি তারকা, আর্জেন্টিনার ফুটবল সংস্থার লোগো, খেলোয়াড়দের নাম ও জার্সি খোদাই করা রয়েছে। সেখানে আরও লেখা রয়েছে, বিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২২। বিশেষ এ উপহার তৈরি করতে মেসির খরচ হয়েছে ২ কোটি টাকার উপরে (২ লাখ ১০ হাজার ডলার)।

আইফোনগুলো প্রস্তুত করেছে আইডিজাইন গোল্ড নামে একটি প্রতিষ্ঠান। ক্রীড়া জগতের অনেকেই এ প্রতিষ্ঠান থেকে বিভিন্ন উপহারসামগ্রী তৈরি করেন। এর আগে ব্রাজিল তারকা নেইমার, রোনালদিনহোসহ অনেকেই আইডিজাইন গোল্ড থেকে পছন্দের পণ্য কিনেছেন।

আইডিজাইন গোল্ডের সিইও বেন লিয়ন্স বলেন, ‘বিশ্বকাপ ফাইনালের দুই মাস পরে মেসি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি একটি অনন্য উপহারের ধারণা চান, যেখানে তিনি উপহারের নিয়মিত ঘড়ি থেকে আলাদা কিছু করতে চাইছিলেন। আমরা তাকে স্বর্ণের এ আইফোনের ধারণা দেই। এটি তার খুব পছন্দ হয়; তারপর আমরা সেগুলো প্রস্তুত করি।’

৩৬ বছরের আক্ষেপ মিটিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপের মহাতারকা লিওনেল মেসি।এই বিশ্বকাপ আসরে মিটিয়েছেন নিজের ক্যারিয়ারজোড়া আক্ষেপও। আজন্ম লালিত স্বপ্নপূরণে যাদের সাথে পেয়েছেন এবার তাদের হাতেই এই উপহার তুলে দিচ্ছেন তিনি।

About admin

Check Also

বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা ৪ কোটি ১৭ লাখ: ইউএনডিপি’র প্রতিবেদন

জয় ভিশন অনলাইন: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র মতে বাংলাদেশে বর্তমান অতি দরিদ্র মানুষের সংখ্যা চার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *