প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ৫০ বছর আগে জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। এই দীর্ঘ সময়ে অনেক পথ পার হয়ে আসতে হয়েছে।
সোমবার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের পঞ্চম আসরে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে করা বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্য শেষে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করেন সজীব ওয়াজেদ জয়। এই পদক পেতে এবার আবেদন করে সাত শতাধিক সংগঠন। যাচাই-বাছাই শেষে ৩১টি সংগঠনকে রাখা হয় চূড়ান্ত তালিকায়। অধিকতর যাচাই-বাছাই শেষে ১৫ ব্যক্তি ও সংগঠনকে দেয়া হয় এই সম্মাননা।
সোনার বাংলা কী, তার একটি ব্যাখ্যা উঠে আসে সরকারপ্রধানের এই অবৈতনিক উপদেষ্টার বক্তব্যে।
জয় বলেন, ‘সোনার বাংলার স্বপ্ন হচ্ছে আমাদের দেশের মানুষের উন্নয়নের স্বপ্ন, আমার দেশের উন্নয়নের স্বপ্ন। দেশের প্রতিটি মানুষ যেন সুস্থ থাকে, শান্তিতে থাকে, তার কোনো অভাব না থাকে, সেটাই হচ্ছে সোনার বাংলার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের আওয়ামী লীগ সরকার অবশ্যই পরিশ্রম করে যাচ্ছে।’
দেশের জন্য কাজ করা তরুণ উদ্যোক্তা ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জয় বলেন, আমাদের ভিশন ২০২১ হচ্ছে সেই স্বপ্নের একটি ভিশন। ডিজিটাল বাংলাদেশ সেই স্বপ্নের একটা উদ্যোগ। তবে শুধু সরকারের ওপর নির্ভরশীল থাকলে হবে না।
সজীব ওয়াজেদ বলেন, ‘আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি। আমরা নিজেরা লড়াই করে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। সেভাবেই উন্নয়ন ও সোনার বাংলা বাস্তবায়ন করছি নিজেদের শ্রম আর মেধা দিয়ে। আমরা কারও ওপর নির্ভরশীল নই।’
তাই আমি অত্যন্ত গর্বিত যে আমাদের দেশে ইয়াং বাংলার পার্টিসিপেন্ট এর মতো উদ্যোগ আছে, মেধাবী-তরুণ ছেলেমেয়ে আছে; যারা দেশের জন্য পরিশ্রম করে যাচ্ছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী-পুত্র বলেন, ‘এই ৫০ বছর আমাদের দেশের অনেক কাহিনী। অনেক কঠিন পথ পার হয়ে আসতে হয়েছে- ষড়যন্ত্র, হত্যাকাণ্ড, স্বৈরাচারী সরকার। তবে এখন ৫০ বছর পর আমরা গর্ব করে বলতে পারি যে বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ বাস্তবায়ন হচ্ছে ওনার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে।’