অনলাইন নিউজ:
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভারতের পশ্চিমবঙ্গের তিনবারের সাবেক মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এই নেতাকে বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
৭৯ বছর বয়সী সাবেক মুখ্যমন্ত্রী চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও সংকট এখনো কাটেনি। তাঁর ফুসফুস ও শ্বাসনালিতে সংক্রমণ রয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন পশ্চিমবঙ্গের সাবেক এই মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
গতকাল শনিবার তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। ক্রমেই শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। বর্তমানে ভেন্টিলেশনে থাকা এই নেতার শ্বাসনালীতে মারাত্মক ইনফেকশন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রয়েছে ডায়াবেটিসের সমস্যাও।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষীয়ান এই নেতার চিকিৎসার জন্য ৯ সদস্যের বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। সিটিস্ক্যানসহ বেশ কিছু পরীক্ষা-নীরিক্ষা করার কথা রয়েছে তার।
সাবেক মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ছুটে যান সেখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এছাড়াও হাসপাতালে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যের সাধারণ মানুষও তার দ্রুত আরগ্য কামনা করছেন। এই রাজ্যে ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জনাব বুদ্ধদেব ভট্টাচার্য।
সংগ্রহ: অনলাইন।