ট্রাক ড্রাইভাররা প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে নিউ ইয়র্ক সিটি বয়কট করার হুমকি দিয়েছে, সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক মামলায় ৩৫০ মিলিয়ন ডলার জরিমানার রায় দিয়েছেন নিউ ইয়র্কের একজন বিচারক। আদালত তাকে যার নিজ শহরে জালিয়াতি এবং যৌন নির্যাতনের ইতিহাসের জন্য দায়বদ্ধ বলে রায়ে উল্লেখ করেছে।ওই রায়ে আরও বলা হয়, ট্রাম্প পরবর্তী তিন বছর নিউ ইয়র্কে ব্যবসা পরিচালনা করতে পারবেন না।
তবে ট্রাম্প সমর্থক ট্রাক ড্রাইভাররা বিষয়টিকে সহজভাবে নেননি। ‘শিকাগো রে’নামের এক ট্রাক চালক এক্সে লিখেছেন, আমি এ দেশের মিলিয়ন মিলিয়ন ট্রাক ড্রাইভারদের একজন যারা ঈশ্বরে বিশ্বাস করে ও দেশকে ভালোবাসে। আমি ট্রাম্পের সমর্থনে দাঁড়িয়েছি কারণ তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। ‘ট্রাকার্স ফর ট্রাম্প’ শুধুমাত্র একটি স্লোগান নয়, এটা বাস্তব।ইতোমধ্যে এরই প্রতিবাদে নিউইয়র্ক সিটি বয়কটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাক ড্রাইভারদের একটি দল।
‘শিকাগো রে’আরো বলেন, ট্রাম্পের বিরুদ্ধে আদালতের এই রায় আসলে নির্বাচনে হস্তক্ষেপের সমান। এক্সে অন্য ট্রাক ড্রাইভারদেরও নিউ ইয়র্কে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমি রেডিওতে অন্য ট্রাক ড্রাইভারদের সঙ্গে কথা বলে চলেছি। তাদেরকেও আমাদের এই বয়কটে যোগ দেয়ার আহ্বান জানিয়েছি আমি।
নিউ ইয়র্কের বিচারক আর্থুর এনগোরন গত শুক্রবার ওই রায় দেন। এর আগে কয়েক মাস ওই মামলার বিচারকার্য চলে।