Friday , April 4 2025
Breaking News
Home / অর্থনীতি / ঢাকায় আজ বুধবার কারফিউ ১৩ ঘণ্টা শিথিল

ঢাকায় আজ বুধবার কারফিউ ১৩ ঘণ্টা শিথিল

জয় ভিশন অনলাইন  :

রাজধানী ঢাকাসহ চার জেলায় আজ বুধবার থেকে শনিবার পর্যন্ত কারফিউ ১৩ ঘণ্টা শিথিল থাকবে। এ সময় সকাল ৭টা-রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আর রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে।

কারফিউ শিথিলের এ সিদ্ধান্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যকর হবে। তবে অন্য জেলাগুলোতে স্থানীয় প্রশাসনই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানিয়েছেন।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকাসহ সারাদেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। প্রথম দিকে দিনে দুই-তিন ঘণ্টা করে কারফিউ শিথিল করা হলেও পরে ধীরে ধীরে তা বাড়ানো হয়।

About admin

Check Also

১৭ ব্যক্তির অর্থ পাচার অনুসন্ধানে সিআইডি: বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছে বাকিদের অনুসন্ধান শেষে দ্রুত সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে-সিআইডি প্রধান

জয় ভিশন অনলাইন: অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অগ্রাধিকার ভিত্তিতে অর্থ পাচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *