জয় ভিশন:
পর্যটন বিচিত্রার উদ্যোগে গতকাল ১৯ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত পূর্বাচল রোডে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) তে ১১ তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৪ শুরু হয়েছে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উক্ত মেলায় টাইটেল স্পন্সর।
এবারের ১১ তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টরন্টো, ম্যানচেস্টার, সিঙ্গাপুর, ব্যাংকক, চেন্নাই, নারিতা, গুয়াংজু, কাঠমান্ডু, কলকাতা ও দিল্লি রুটের টিকেটের বিদ্যমান মূল ভাড়ার উপর ১৫% বিশেষ মূল্যছাড় দিচ্ছে।
মূলত পর্যটনশিল্পে গতি ফেরাতে গতকাল আইসিসিবির পুষ্পগুচ্ছ হলে এ মেলার পর্দা ওঠে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।
পর্যটন মেলার উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব এ কে এম আফতাব হোসাইন প্রামাণিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভিনা, বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও টিটো এল অসান জুনিয়র, মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রাশেদ, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন মালদ্বীপের জাতীয় পর্যটন বোর্ডের মার্কেটিং ও পাবলিক রিলেশনস করপোরেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক জিহুনি রাশেদ, চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং, শ্রীলঙ্কার হাইকমিশনের কাউন্সেলর (বাণিজ্যিক) শ্রীমালী জয়রথনে এবং পর্যটন বিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল প্রমুখ।
এসময়ে অতিরিক্ত সচিব এ কে এম আফতাব হোসাইন প্রামাণিক বলেন, পর্যটন বিচিত্রা আয়োজিত এবারের এশিয়ান ট্যুরিজম ফেয়ার বাংলাদেশে হওয়া এখন পর্যন্ত সব থেকে বড় ট্যুরিজম ফেয়ার।