দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে ক্ষমা করে দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট মুন জায়ে ইন। নববর্ষ উপলক্ষে যেসব বন্দি প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন পার্ক জিউন হাই।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্বল স্বাস্থ্যের কারণে সাধারণ ক্ষমাপ্রাপ্তদের তালিকায় স্থান হয়েছে তাঁর। অবশ্য এর আগে পার্ক জিউন হাইকে ক্ষমা করার কথা উড়িয়ে দিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট।
এর আগে ইমপিচমেন্টের শিকার হয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার এক বছর পর ২০১৮ সালে দণ্ডিত হন পার্ক। ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির দায়ে দণ্ডিত হন তিনি।
দক্ষিণ কোরিয়ায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পর ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া প্রথম প্রেসিডেন্ট তিনি। এবার তিনি সাধারণ ক্ষমা পেলেন।
পার্ক প্রথমে মোট ৩০ বছরের কারাদণ্ড এবং ২ হাজার কোটি ইয়োন জরিমানার মুখে পড়েন। পরে একটি উচ্চ আদালত জরিমানা কমিয়ে দেয় এবং দুর্নীতির দায়ে ১৫ বছর এবং ক্ষমতার অপব্যবহারে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেয়।