Friday , April 11 2025
Breaking News
Home / আন্তর্জাতিক / টানা ৬ মাস বা ১৮৩ দিন পর পৃথিবীতে ফিরলেন চীনের ৩ নভোচারী

টানা ৬ মাস বা ১৮৩ দিন পর পৃথিবীতে ফিরলেন চীনের ৩ নভোচারী

জয় ভিশন ডেস্ক :

রেকর্ড সময় টানা ৬ মাস বা ১৮৩ দিন কক্ষপথে থাকার পর শনিবার (১৬ এপ্রিল) চীনের উত্তরাঞ্চলে অবতরণ করেছেন চীনের তিন নভোচারী। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, এর মধ্য দিয়ে মহাকাশে সবচেয়ে দীর্ঘ মানুষবাহী মহাকাশ-অভিযান শেষ হয়েছে। চীনের তিয়ানগোন মহাকাশ স্টেশনের একটি মডিউলে ছয় মাস কাটানোর পর বেইজিংয়ের স্থানীয় সময় সকাল দশটার কিছু আগে পৃথিবীতে অবতরণ করেন এই তিন নভোচারী। এদের মধ্যে দুই জন পুরুষ আর অপর জন ছিলেন এক নারী। তারা হলেন ঝাই ঝিগাং, ইয়ে গুয়ানফু এবং নারী নভোচারী ওয়ান ইয়াপিং।

প্রথম স্পেসওয়াকিং হিসাবে এই চাইনিজ রমণী রিটার্ন ক্যাপসুল থেকে বেরিয়ে আসার পরে একটি বড় হাসি দিয়ে তার মেয়ের দিকে হাত নাড়েন৷

সিসিটিভির খবরে বলা হয়েছে, ‘শেনঝু ১৩ এর পৃথিবীতে পুনরায় প্রবেশকারী ক্যাপসুল সফলতার সঙ্গে অবতরণ করেছে।’ যুক্তরাষ্ট্রের কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অংশগ্রহণ বঞ্চিত হয়ে চীন গত দশ বছর ধরে তিয়ানগোন স্টেশন তৈরির প্রযুক্তি উন্নয়ন ঘটিয়েছে। আইএসএস এর বাইরে এটিই মহাকাশে থাকা প্রথম কোনও স্টেশন। ২০৩০ সাল নাগাদ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিদ্বন্দ্বি হিসেবে বড় মহাকাশ শক্তি হয়ে উঠতে চায় চীন। ইতোমধ্যেই মঙ্গলে মহাকাশ যান পাঠানোর পাশাপাশি চাঁদেও অনুসন্ধান চালিয়েছে চীন। দেশটির জাতীয় মহাকাশ প্রশাসন জানিয়েছে. ২০২৯ সাল নাগাদ চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। সিসিটিভিতে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, অবতরণকারী ক্যাপসুলটি ধূলার মেঘের মধ্যে অবতরণ করছে। নভোচারীরা ক্যাপসুল থেকে বেরিয়ে জানান তারা ভালো অনুভব করছেন। গত বছরের নভেম্বরে প্রথম চীনা নারী হিসেবে মহাকাশে হাঁটার গৌরব লাভ করেন ওয়ান ইয়াপিং। ওই অভিযানে তিনি এবং তার সহকর্মী ঝাই ঝিগাং মহাকাশ স্টেশনে কিছু সরঞ্জাম স্থাপন করেন। মিশনের কমান্ডার ৫৫ বছরের ঝাই ঝিগাং একজন সাবেক যুদ্ধবিমানের পাইলট। ২০০৮ সালে প্রথম চীনা নাগরিক হিসেবে মহাকাশে হাঁটেন তিনি। আর ইয়ে গুয়ানফু চীনের পিপলস লিবারেশ আর্মির পাইলট।

চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গোবি ডেজার্ট থেকে গত বছরের অক্টোবরে এই তিন নভোচারীকে নিয়ে শেনঝু-১৩ মহাকাশের উদ্দেশে যাত্রা করে।

সূত্র: আল-জাজিরা।

About admin

Check Also

শ্রীলংকায় সংসদ নির্বাচনে বামপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকের দলের নিরঙ্কুশ জয়

জয় ভিশন ডেস্ক: শ্রীলংকায় বামপন্থি প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নির্বাচনি জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *