Monday , December 23 2024
Breaking News
Home / আন্তর্জাতিক / প্যারিস অলিম্পিক ২০২৪: প্রথম সোনা চীনের তবে প্রথম পদক মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের

প্যারিস অলিম্পিক ২০২৪: প্রথম সোনা চীনের তবে প্রথম পদক মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের

অনলাইন ডেস্ক:

গত শুক্রবার রাতে শুরু হয় প্যারিস অলিম্পিক ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন। শনিবার হয় ১৩টি ইভেন্টের চূড়ান্ত রাউন্ড। এদিন প্রথম স্বর্ণ জিতে নেয় চীন তবে প্রথম পদক জিতে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান।

১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বর্ণ জিতে চীন। যা প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণজয়ের ঘটনা। তারা ১৬-১২ ব্যবধানে হারিয়েছে কোরিয়াকে। চীনের হয়ে জুটি বেঁধে খেলেন হুয়াং ইউটিং ও শেং লিহাও। অন্যদিকে কোরিয়ার হয়ে খেলেন কেউম জি-হিয়ন ও পার্ক হাজুন।

এই ইভেন্টে  প্রথম রৌপ্য জিতলো কোরিয়া। তবে আসরে জার্মানিকে ১৭-৫ বিরাট ব্যবধানে হারিয়ে প্যারিস অলিম্পিক ২০২৪-এ প্রথম পদক প্রাপ্তির সৌভাগ্য অর্জন করে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান।

কাজাখস্তানের হয়ে খেলেন আলেক্সান্দ্রা লি এবং সাতপায়েভ ইসলাম। অন্যদিকে জার্মানির হয়ে খেলেন আন্না জানসেন ও ম্যাক্সিমিলিয়ান উলব্রিচ। আন্না জানসেন বিশ্বের এক নাম্বার খেলোয়াড়। আর উলব্রিচ ১৯তম। তারা দুজন কাজাখস্তানের লি (৩৩তম) ও সাতপায়েভের (৯৫তম) বিপক্ষে স্পষ্টতই ফেভারিট ছিলেন। কিন্তু পারলেন না ব্রোঞ্জ জিততে।

About admin

Check Also

বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা ৪ কোটি ১৭ লাখ: ইউএনডিপি’র প্রতিবেদন

জয় ভিশন অনলাইন: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র মতে বাংলাদেশে বর্তমান অতি দরিদ্র মানুষের সংখ্যা চার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *