জয় ভিশন অনলাইন:
২০২৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত নারী লেখক হান কাং। প্রথম কোনো দক্ষিণ কোরিয়ান ব্যক্তি যিনি এই সম্মানের অধিকারী হলেন।
তাঁর ‘গভীর কাব্যিক গদ্য, যা ঐতিহাসিক আঘাতগুলোকে উন্মোচন করে এবং মানবজীবনের নাজুকতাকে সামনে আনে’—এই অনন্য লেখনীশৈলীর জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইডিশ একাডেমি তাঁর নাম ঘোষণা করে।
স্টকহোমে সুইডিশ একাডেমির নোবেল কমিটির স্থায়ী সচিব ম্যাটস মালম এটি পুরস্কার ঘোষণা করেন।
২০১৫ সালে ‘দ্য ভেজিটেরিয়ান’ উপন্যাসের জন্য আলোচনায় আসেন তিনি। ২০১৬ সালে এ বইটির জন্য বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন দ্যা ম্যান বুকার পুরস্কারে ভূষিত হন। এই উপন্যাসে তিনি মানুষের নিষ্ঠুরতা নিয়ে আতঙ্কে ভুগতে থাকা এক তরুণীর ‘বৃক্ষের মতো’ বেঁচে থাকার চেষ্টার কথা তুলে ধরেন।
৫৩ বছর বয়সী হান ক্যাংয়ের জন্ম ১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার শহর গোয়াংজুতে। তার বাবা হান সিউংয় য়ুনও একজন নামকরা লেখক।
লেখালেখির পাশাপাশি হান ক্যাং শিল্প ও সঙ্গীতের সঙ্গেও যুক্ত ছিলেন।