Friday , April 11 2025
Breaking News
Home / আন্তর্জাতিক / ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে উদ্যোগ নেয়ার কথা ভাবছে বেলজিয়াম

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে উদ্যোগ নেয়ার কথা ভাবছে বেলজিয়াম

অনলাইন ডেস্ক:

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে চায় বেলজিয়াম। এরই মধ্যে বিষয়টি নিয়ে আরো চিন্তা-ভাবনা ও উদ্যোগ নেয়া হচ্ছে বলে  জানিয়েছেন দেশটির বর্তমান ক্ষমতাসীন সরকারের একজন মন্ত্রী।

ক্যারোলিন গেনেজ ইউরোপের এই দেশটির সহযোগিতা ও নগর উন্নয়নবিষয়ক মন্ত্রী বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, “তার সরকার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়টি বিবেচনা করছে। ”

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারোলিন গেনেজ আরো বলেন, “দীর্ঘমেয়াদী শান্তির জন্য এটা দরকার।”

বেলজিয়ামের এই মন্ত্রী অবরুদ্ধ গাজা উপত্যকার সাথে ইসরায়েলের হানুন সীমান্ত ক্রসিং এবং কারেম আবু সালেম ক্রসিংয়ের মাধ্যমে গাজায় আরো মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, গত ৭ অক্টোবরের আগে স্বাভাবিক একটি দিনে (গাজার বাসিন্দাদের) চাহিদা পূরণে ৫০০টি ট্রাকে করে সরবরাহের প্রয়োজন হতো। কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মিশরের সাথে গাজার রাফাহ ক্রসিং দিয়ে মাত্র ৬০০টি ট্রাক উপত্যকায় প্রবেশ করেছে।

বেলজিয়াম সরকার ফিলিস্তিনে মানবিক সহায়তার জন্য অতিরিক্ত আরো দুই মিলিয়ন ইউরো এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঁচ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বলেও জানিয়েছেন দেশটির এই মন্ত্রী।

সূত্র: আল জাজিরা, রয়টার্স।

About admin

Check Also

শ্রীলংকায় সংসদ নির্বাচনে বামপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকের দলের নিরঙ্কুশ জয়

জয় ভিশন ডেস্ক: শ্রীলংকায় বামপন্থি প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নির্বাচনি জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *