Monday , December 23 2024
Breaking News
Home / অন্যান্য / ফুটবল বিশ্বকাপ: কাতারে পৌঁছালো ডাক্তার, নাপিত, রাঁধুনি নিয়েআর্জেন্টিনা দলের একাংশ

ফুটবল বিশ্বকাপ: কাতারে পৌঁছালো ডাক্তার, নাপিত, রাঁধুনি নিয়েআর্জেন্টিনা দলের একাংশ

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের আর মাত্র ১২ দিন বাকি।আর্জেন্টিনার প্রথম ম্যাচ দুই সপ্তাহ পর। এরই মধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের একাংশ পৌছে গেছে কাতারে৷ ‘আমেরিকান চ্যাম্পিয়নদের স্বাগতম’ – – লেখা ব্যানারে তাদেরকে বরণও করে নেয় স্বাগতিকরা।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার আরও একটি ম্যাচ রয়েছে। আবুধাবিতে স্বাগতিকদের বিপক্ষে খেলবেন লিওনেল মেসিরা। সেখানেই পুরো দল একত্রিত হবে। তবে তার অনেক আগেই আর্জেন্টিনা দলের একাংশ পৌঁছে গেছে বিশ্বকাপের ভেন্যু কাতারে। সেই দলে আছেন কোচ লিওনেল স্ক্যালোনিসহ কোচিং স্টাফরা। সঙ্গে আছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। খেলোয়াড়দের মধ্যে কেবল আছেন আর্জেন্টাইন লীগে খেলা ফ্রাঙ্কো আরমানি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানায়, কাতার পৌঁছে তারা ইতোমধ্যেই উঠে গেছেন কাতার বিশ্ববিদ্যালয়ের ভিআইপি হোস্টেলে। বিশ্বকাপ চলাকালীন সময়ে সেখানেই থাকবেন মেসিরা।

ক্লদিও তাপিয়াকে সঙ্গে নিয়ে ৫০ সদস্যের একটি বহর গতকাল আর্জেন্টিনার এজেইজা বিমানবন্দর থেকে ব্যক্তিগত বিমানে চড়ে পাড়ি জমান কাতারের উদ্দেশে। মাঝে মাদ্রিদে যাত্রাবিরতি ছিল আর্জেন্টাইন বহরের, পরে আজ মঙ্গলবার ভোর রাতে কাতারে পৌঁছেছে স্কালোনি বাহিনী।

এই বহরে আর্জেন্টাইন ফুটবল সভাপতি, কোচিং স্টাফ ও ফ্র্যাঙ্কো আরমানি ছাড়াও ছিলেন ফেডারেশনের বেশ কিছু শীর্ষ কর্মকর্তা, ডাক্তার, থেরাপিস্ট, রাঁধুনি ও তাদের সহকারীরা। এমনকি নাপিতও সঙ্গে নিয়ে কাতারে পা রেখেছে আলবিসেলেস্তেরা।

সেখানে পৌঁছে তাপিয়া বলেন,অনেক দিনের অপেক্ষার পর আমরা অবশেষে কাতারে যাচ্ছি। সাড়ে চার কোটি আর্জেন্টাইনের আশা নিয়ে আমরা সেখানে যাচ্ছি। বিশ্বকাপের স্বপ্নটা শুরু হতে যাচ্ছে। আমরা যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ, এবার সময় সামনে তাকানোর’।

About admin

Check Also

১৭ ব্যক্তির অর্থ পাচার অনুসন্ধানে সিআইডি: বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছে বাকিদের অনুসন্ধান শেষে দ্রুত সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে-সিআইডি প্রধান

জয় ভিশন অনলাইন: অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অগ্রাধিকার ভিত্তিতে অর্থ পাচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *