নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কি। তিনি বলেছেন, ‘বাংলাদেশের নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না রাশিয়া’। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় রুশ রাষ্ট্রদূত বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। নির্বাচনের পর যারা সরকার গঠন করবে, আমরা তাদের সঙ্গে একযোগে কাজ করব।
এ সময় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দেশের ‘দ্বিপক্ষীয় বিষয়’ উল্লেখ করে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আলেকজান্ডার ভি মান্টিটস্কি আরও বলেন, ‘পশ্চিমা দেশগুলোর রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের কারণে রাশিয়া-বাংলাদেশ বাণিজ্যের পরিমাণ ২১ দশমিক ৪ শতাংশ কমে ২ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে।
তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ বিলম্বিত হতে পারে কি না— এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, নির্ধারিত সময়সূচি বজায় রেখেই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের কাজ এগিয়ে চলেছে। এরই মধ্যে এই কেন্দ্রের রি-অ্যাক্টর প্রেশার ভেসেল স্থাপন সম্পন্ন হয়েছে। আগামী অক্টোবরে নিউক্লিয়ার জ্বালানিও এসে যাবে। যথাসময়ে এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু হবে।
রাশিয়া, চীন, ভারতসহ কয়েকটি দেশের সমন্বয়ে গড়ে ওঠা ‘ব্রিকস’নতুন মুদ্রা চালুর যে ঘোষণা দিয়েছে, তার অগ্রগতি নিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘পশ্চিমা বিশ্বে ডলারের একচেটিয়া আধিপত্য খর্ব করতে বিকল্প মুদ্রা চালু করার উদ্যোগ নিয়েছে ব্রিকস। এ বিষয়ে চীন, ভারত কাজ শুরু করেছে।
আপাতত এর চেয়ে বেশি কিছু আমি জানি না।’এসময় ইউক্রেন সংকটে মস্কো ঢাকার ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ অবস্থানের প্রশংসাও করেন রুশ রাষ্ট্রদূত।
চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ এবং রাশিয়ার অনারারী কনসাল স্থপতি আশিক ইমরান।