Monday , December 23 2024
Breaking News
Home / আন্তর্জাতিক / বিশ্ব ‘আনুষ্ঠানিকভাবে জলবায়ু অভিবাসনের যুগে প্রবেশ করেছে,’ বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমও

বিশ্ব ‘আনুষ্ঠানিকভাবে জলবায়ু অভিবাসনের যুগে প্রবেশ করেছে,’ বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমও

অনলাইন ডেস্ক:

বিশ্ব ‘আনুষ্ঠানিকভাবে জলবায়ু অভিবাসনের যুগে প্রবেশ করেছে,’ বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমও। গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইএমও’র মহাপরিচালক অ্যামি পোপ।

মানব অভিবাসনমুখীর আন্তঃমহাদেশীয় গতিশীলতা বৃদ্ধি- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এখনই জরুরী সমাধান প্রয়োজন বলে আহ্বান জানান তিনি।

ইস্তাম্বুল, আনাদালু এজেন্সির এক প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি সেপ্টেম্বরের ৪-৬ তারিখে নাইরোবিতে অনুষ্ঠিত হবে আফ্রিকা জলবায়ু শীর্ষ সম্মেলন। ওই আয়োজনকে কেন্দ্র করে তিনি এ বিবৃতিটি দেন।

সম্মেলনে আফ্রিকার বিভিন্ন অঞ্চলের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী ও জতিসংঘের ঊর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা যোগ দেবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জলবায়ু পরিবর্তনে আফ্রিকার দেশগুলো সবচেয়ে ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক খরা, বন্যা, দাবদাহ, সমুদ্রপৃষ্টের উচ্চতা বৃদ্ধিসহ নানান দুর্ভোগে পড়েছে পুরো মহাদেশের মানুষ।

জেনেভা-ভিত্তিক ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে আফ্রিকা মহাদেশে প্রায় ৭৫ লাখ মানুষ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।

বিশ্ব ব্যাংকের ২০২১ সালের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের মধ্যে আফ্রিকার ১০ কোটি ৫০ লাখ মানুষ অভিবাসী হওয়ার আশঙ্কা রয়েছে।

আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনফারেন্স অব পার্টিস বা কপ২৮। এর আগেই আফ্রিকায় শীর্ষ সম্মেলন হচ্ছে। সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নেতারা ঐক্যমতে পৌঁছাতে পারেন।

অ্যামি পোপ গত মে মাসে আইওএমের মহাপরিচালক হিসেবে নির্বাচিত হন। আগামী অক্টোবর থেকে পাঁচ বছরের জন্য এ সংস্থার নেতৃত্ব দেবেন তিনি। এর আগে ২০২১ সালে অভিবাসন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিনিয়র উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

সূত্র: আইওএম ওয়েবসাইট, আনাদোলু এজেন্সি।

About admin

Check Also

বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা ৪ কোটি ১৭ লাখ: ইউএনডিপি’র প্রতিবেদন

জয় ভিশন অনলাইন: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র মতে বাংলাদেশে বর্তমান অতি দরিদ্র মানুষের সংখ্যা চার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *