অনলাইন নিউজ:
ভোলা নর্থ-২ কূপে প্রাকৃতিক গ্যাসের বড় মজুদের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে দৈনিক ২ কোটি বা ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
সোমবার গ্যাসের এ সন্ধান পায় রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।বড় এ মজুদ থেকে দৈনিক দুই কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে আশা বাপেক্সের।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী গণমাধ্যমকে জানান, ভোলার নর্থ-২ কূপে নতুন যে গ্যাস পাওয়া গেছে । এখান থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।
তিনি বলেন, আমরা গত বছরের ডিসেম্বরের ৫ তারিখে খনন কাজ শুরু করেছিলাম। স্বল্পতম সময়ে এখানে ৩ হাজার ৫২৮ মিটার গভীর পর্যন্ত খনন করেছি আমরা। এখন যাছাই-বাছাই চলছে। কিভাবে এই গ্যাস উত্তোলন এবং জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে এই নিয়ে পর্যালোচনা করা হবে।
দ্বীপ অঞ্চল ভোলায় উৎপাদিত মোট গ্যাসের পরিমাণ এতদিন ছিলো প্রায় ১৪০ মিলিয়ন ঘনফুট।