ক্রীড়া ডেস্ক:: শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
ব্রিটেনের দ্বিতীয় রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের এলিজাবেথের কফিন বর্তমানে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে রাখা হয়েছে। সোমবার অন্ত্যষ্টিক্রিয়ার আগ পর্যন্ত এখানেই থাকবেন রানির কফিন। হাজারও সাধারণ জনগণের সাথে রাণীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার উপস্থিত ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ইন্টার মিয়ামির মালিক ডেভিড বেকহ্যাম।
দীর্ঘ লাইনে বেকহ্যামকে প্রায় ১৩ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। সকলের সাথে দীর্ঘ লাইনে থেকে রাণীর কফিনে শ্রদ্ধা জানান ৪৭ বছর বয়সী বেকহ্যাম। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডার বলেছেন বৃহস্পতিবার রাত ২.১৫ থেকে তিনি লাইনে অপেক্ষা করছেন। শুক্রবার দুপুর পর্যন্ত তিনি লাইনেই ছিলেন। এ সময় লাইনে দাঁড়ানো অন্যান্যদের সাথে চিপস, ডোনাট ও মিষ্টি খেয়েছেন বলেও বেকহ্যাম জানিয়েছেন।
তিনি চাইলেন ভিআইপি লাইনে দাঁড়িয়ে রানিকে শেষ শ্রদ্ধা জানাতে পারতেন, কিন্তু তিনি সেই পথে হাঁটেননি।
তাঁর সঙ্গে লাইনে থাকা সাধারণ জনগণদের আবদার মেটাতে তিনি সেলফিও তোলেন।
কালো স্যুট, মাথায় ব্রিটিশ পেইন্টার্স টুপি পরে রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন ডেভিড বেকহ্যাম।
এত দীর্ঘ সময় লাইনে না দাঁড়িয়ে কেন ভিআইপি লাইন বেছে নিলেন না বেকহ্যাম? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা সবাই এখানে একসঙ্গে আসতে চেয়েছিলাম। প্রত্যেকেই এই অভিজ্ঞতার সাক্ষী থাকতে চায়। একটা অন্য অনুভূতি কাজ করছে সকলের মধ্যে। সকলের জন্যই আজকের দিনটা খুব কঠিন। আমি রাত ২ টো নাগাদ এখানে এসেছিলাম। ভেবেছিলাম তখন ফাঁকা হবে। কিন্তু আমি ভুল ছিলাম।”
রাণীর ৭০ বছরের শাসনামলে বেশ কয়েকবারই তার সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে বেকহ্যামের। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বেকহ্যাম যখন ওয়েস্ট মিনিস্টার হলে রানির কফিনের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তার চোখে পানি ছিল। বিকেল ৩.২৫ মিনিটে বেকহ্যাম কফিনের সামনে যান এবং মাথা নীচু ও চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রানীর প্রতি শ্রদ্ধা জানান।
ইংলিশ ফুটবলে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০০৩ সালে বেকহ্যাম রাণীর কাছ থেকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) খেতাব অর্জন করেন। এ জন্য সব সময়ই নিজেকে সৌভাগ্যবান দাবি করেছেন বেকহ্যাম।
ইংল্যান্ডের জার্সি গায়ে ১৯৯৬-২০০৯ সাল পর্যন্ত বেকহ্যাম ১১৫টি ম্যাচ খেলে ১৭ গোল করেছেন। তিনটি বিশ্বকাপে তিনি ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
২০১২ সালে অবসরে যাওয়ার আগে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এল এ গ্যালাক্সি, এসি মিলান ও পিএসজিতে খেলেছেন ডেভিড বেকহ্যাম।