Monday , December 23 2024
Breaking News
Home / রাজনীতি / রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিন, বিএনপিকে হানিফ

রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিন, বিএনপিকে হানিফ

নির্বাচন কমিশন গঠনে আগামী বছরের মধ্যে আইন পাস করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলার মুখ আয়োজিত ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রায় আগে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য সুনির্দিষ্ট কোনো আইন নেই, সরকার তা করার চেষ্টা করছে। আগামী বছরের মধ্যে এই আইন পাস করা হবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।

গতকাল থেকে নির্বাচন কমিশন গঠনে শুরু হয়েছে রাষ্ট্রপতির সংলাপ। এ সংলাপে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। দলটিকে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে হানিফ বলেন, আগামী বছরের মধ্যে ইসি গঠনে আইন করা হবে। তাই বিভ্রান্ত সৃষ্টি না করে সংলাপে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ব্যর্থ রাষ্ট্র বানাতে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি। যারা ধর্মের নামে ফতোয়া দিয়েছিলেন সেই জামায়াতকে রাজনীতি করতে দিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বেঈমানি করেছিলেন বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করেছিলেন তিনি। সব ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

About admin

Check Also

শেরপুরে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে বিজিবি: বন্যাকবলিত ৮৫০ জনকে উদ্ধার এবং খাবার সরবরাহ

জয় ভিশন ডেস্ক : বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুর জেলার ঝিনাইগাতী ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *