আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইল লেবাননের বালবেক-হারমেল প্রদেশের বৃহত্তম হাসপাতাল দার আল-আমাল হাসপাতালের কাছে মারাত্মক বিমান হামলা চালিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হাসপাতাল যেটি ইসরাইলের অব্যাহত হামলার মধ্যেও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করে আসছিল।
লেবাননে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রচেষ্টার মধ্যে এই হামলা চালালো ইসরাইল।শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আহরাম নিউজ।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কাপুরুষোচিত ইসরাইলি হামলায় হাসপাতালের পরিচালক ডাঃ আলি আল্লাম এবং তার ছয় সহকর্মীর মৃত্যু হয়েছে।
মন্ত্রণালয় আল্লামের মৃত্যুকে একটি মহা ক্ষতি বলে বর্ণনা করেছে এবং প্রাদেশিক গভর্নর বাছির খোদর এক্স পোস্টে বলেছেন, আল্লাম ছিলেন বালবেকের শ্রেষ্ঠ নাগরিকদের একজন।
এতে বলা হয়, চিকিৎসা কর্মী এবং স্বাস্থ্যসেবার বিরুদ্ধে এটি ক্রমাগত ইসরাইলি আগ্রাসনে।
লেবাননের গণমাধ্যম জানিয়েছে, কোনো সতর্কতা ছাড়াই এই হামলা চালিয়েছে ইসরাইল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, শুক্রবার ইসরাইলের আরেক বিমান হামলায় দক্ষিণ লেবাননে পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় এটিকে যুদ্ধাপরাধ হিসাবে বর্ণনা করে বলেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার বলেছে, লেবাননে প্রায় ১৪ মাসে ইসরাইলি হামলায় ৩ হাজার ৬৪৫ জন নিহত এবং সাড়ে ১৫ হাজার জন আহত হয়েছে। এর মধ্যে ২০০ জনেরও বেশি চিকিৎসাকর্মী রয়েছে।