Friday , April 4 2025
Breaking News
Home / অর্থনীতি / ‘শেখ হাসিনা: বিমুগ্ধ বিস্ময়’ বইয়ের মোড়ক উন্মোচন

‘শেখ হাসিনা: বিমুগ্ধ বিস্ময়’ বইয়ের মোড়ক উন্মোচন

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ‘শেখ হাসিনা: বিমুগ্ধ বিস্ময়’ শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সোমবার (২০ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

বইটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন পেশার খ্যাতিমানদের লেখা ৭৫টি প্রবন্ধ, ৭৫টি ছবি, ৭৫ ফরমায় ছাপানো হয়েছে। বইটি সম্পাদনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, বেগম মতিয়া চৌধুরী ও আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ।

একইসঙ্গে অনুষ্ঠানে বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পুরস্কার দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মোহাম্মাদ খুরশেদ আলম ও বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরিকে এই পুরস্কার দেওয়া হয়।

About admin

Check Also

লেবাননে ইসরাইলি হামলায় হাসপাতালের পরিচালকসহ ৬ চিকিৎসাকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল লেবাননের বালবেক-হারমেল প্রদেশের বৃহত্তম হাসপাতাল দার আল-আমাল হাসপাতালের কাছে মারাত্মক বিমান হামলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *