ক্রীড়া প্রতিবেদক:
তার নাম প্রবাথ জয়সুরিয়া।পুরো নাম নেকেথ গেদারা রোশন প্রবাথ জয়সুরিয়া। বয়স মাত্র ৩১। জন্ম ৫ই নভেম্বর ১৯৯১ শ্রীলঙ্কার মাতালে।মাতালে হলো মাতালে জেলার প্রশাসনিক রাজধানী শহর । এটি জেলার সবচেয়ে নগরায়িত এবং জনবহুল কেন্দ্র । মাতালে হলো ক্যান্ডির পরে মধ্য প্রদেশের দ্বিতীয় বৃহত্তম পৌর ও নগর কেন্দ্র । এটি দ্বীপের কেন্দ্রীয় পাহাড়ের কেন্দ্রস্থলে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬৪ (১,১৯৪ ফুট) উচ্চতায় একটি বিস্তৃত, উর্বর উপত্যকায় অবস্থিত। এই বাঁহাতি স্পিনারের টেস্ট অভিষেক হয় ৮ জুলাই ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
ক্যারিয়ার শুরুর মাত্র সপ্তম টেস্টেই দ্রুততম ৫০ উইকেট পূর্ণ করে এই বাঁ-হাতি স্পিনার। এর মাধ্যমে ভেঙ্গে যায় ৭২ বছরের পুরনো রেকর্ড।গল-এ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৭ উইকেট নেন জয়সুরিয়া।
১৯৫১ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ক্যারিয়ারের অষ্টম টেস্টে ৫০ উইকেট পূর্ণ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি স্পিনার আলফ ভ্যালেন্টাইন। সপ্তম টেস্টে ৫০ উইকেট নিয়ে ভ্যালেন্টাইনের রেকর্ড ভাঙ্গলেন জয়সুরিয়া। সাত ম্যাচে দ্রুত ৫০ উইকেট নেয়ার তালিকায় আরো আছেন ইংল্যান্ডের টম রিচার্ডসন ও দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডার। কিন্তু দু’জনই পেসার।
টেস্ট বোলারদের মধ্যে পেস-স্পিন মিলিয়ে দ্রুত ৫০ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার পেসার চার্লি টার্নারের। ১৮৮৮ সালে ম্যানচেষ্টারে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে ৫০ উইকেট পূর্ণ করেন টার্নার।