Friday , April 4 2025
Breaking News
Home / অপরাধ / সাকিবের বিরুদ্ধে আবারো বিস্ফোরক মন্তব্য ব্যারিস্টার সুমনের: সেলিব্রেটি হলে কি তার কোনো অপরাধের বিচার হবে না

সাকিবের বিরুদ্ধে আবারো বিস্ফোরক মন্তব্য ব্যারিস্টার সুমনের: সেলিব্রেটি হলে কি তার কোনো অপরাধের বিচার হবে না

অনলাইন  ডেস্ক:

সাকিব আল হাসানের বিরুদ্ধে আবারো বিস্ফোরক মন্তব্য করেছেন ব্যারিস্টার সুমন। দাবি করেন, তাকে মারার জন্য একবার তেড়েফুঁড়ে এসেছিলেন ক্রিকেটার সাকিব। তিনি ভিডিও বার্তায় বিস্মিত হয়ে বলেন, সেলিব্রেটি হলে কি তার কোনো অপরাধের বিচার হবে না!

বৃহস্পতিবার (১৬ মার্চ) নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এমন বার্তা দেন ব্যারিস্টার সুমন। শুধু তাই নয়, দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে সাকিবের অংশ গ্রহণ নিয়েও সমালোচনা করেন তিনি।

সাকিব আল হাসান বরাবরই থাকেন শিরোনামে, মাঠে কিংবা মাঠের বাইরে সর্বাবস্থায় আলোচনায় থাকেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষের দারুণ সিরিজ কাটানোর পর এবার সাকিব আলোচনায় দুবাইয়ে এক স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়ে। যে দোকানের মালিকদের একজন আরাভ খান পুলিশ খুনের মামলার পলাতক আসামি।

যাহোক সাকিব আল হাসান কেন গেলেন, কি কারণে গেলেন; কিংবা কার আমন্ত্রণ গেলেন তা আড়ালেই রয়ে গেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যার সাথে এবার তাল মেলালেন আলোচিত ইউটিউবার ব্যারিস্টার সুমন। সেই সমালোচনা করতে গিয়েই সুমন নতুন করে দাবি করেন তাকে দেখে সাকিবের মারতে এসেছিল। সুমন বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজ চলাকালীন সময়ে হোটেল সোনারগাঁওয়ে সাকিবের সাথে আমার দেখা হয়েছিল। ওই সময় আমাকে দেখে সে পুলিশ এবং বিসিবি কর্মকতার্দের সামনে আমাকে মারতে এসেছিল। সেখানে কিছু আমেরিকান লোকজন ছিল, যাদের সাথে আমি দেখা করতে গিয়েছিলাম। তাদের সামনে সবাইকে অগ্রাহ্য করে আমাকে মারতে আসছিলেন। আমি কিছু বলিনি।’ এমনকি পুলিশের অনুরোধে নাকি তিনি বিষয়টা চেপে গিয়েছিলেন বলেও দাবি করেন সুমন। সাকিব কেন তাকে মারতে গেলেন, সেটাও পরিষ্কার করে দেন ব্যারিস্টার সুমন। তিনি ফেসবুক পেজে বলেন, ‘কিছুদিন আগে একটা ভিডিওতে তাকে বলেছিলাম যেন জুয়ার সাথে সে সম্পৃক্ত (বিজ্ঞাপনে) না হয়। প্রয়োজনে তিন লাখ টাকা লাগলে আমি তাও দিতে রাজি।’অতঃপর তিনি বলেন, ‘সাকিব আল হাসান এমন একজন মানুষ, যিনি কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না।’

এর আগে দুবাইয়ের সেই দোকান উদ্বোধন নিয়ে তিনি বলেন, “যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন তিনি একজন পুলিশ হত্যা মামলার পলাতক আসামি। ইন্টারপোলের সাহায্যে আমরা তাকে ধরে আনা চেষ্টা করছি। তারপরও সাকিব আল হাসান তার দোকান উদ্বোধন করতে গেছেন। আমার কাছে মনে হয়েছে, এটা যে একটা অপরাধ, সেটা তিনি জানেন কিনা! সেলিব্রেটি হলে কি তার কোনো অপরাধের বিচার হবে না”।

About admin

Check Also

১৭ ব্যক্তির অর্থ পাচার অনুসন্ধানে সিআইডি: বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছে বাকিদের অনুসন্ধান শেষে দ্রুত সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে-সিআইডি প্রধান

জয় ভিশন অনলাইন: অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অগ্রাধিকার ভিত্তিতে অর্থ পাচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *