Monday , December 23 2024
Breaking News
Home / আন্তর্জাতিক / সোশ্যাল মিডিয়ায় সতীর্থকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সাসপেন্ড  ফরাসি ফুটবলার রায়ান হাসাদ

সোশ্যাল মিডিয়ায় সতীর্থকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সাসপেন্ড  ফরাসি ফুটবলার রায়ান হাসাদ

জয় ভিশন:

মার্শেইয়ের তরুণ ফুটবলার রায়ান হাসাদ সোশ্যাল মিডিয়ায় সতীর্থকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সাসপেন্ড হয়েছেন। মার্শেইয়ের এই ফুটবলার সতীর্থ চানসেল এমবেমবাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় তাঁর ওপর এই খড়গ নেমে এসেছে।

সতীর্থের জন্মদিনে শুভেচ্ছা জানানো-ক্লাব ফুটবলে একপ্রকারের রীতিতে পরিণত হয়েছে। কিন্তু এমনই এক শুভেচ্ছা জানাতে গিয়ে ফেঁসে গেছেন ফরাসি এই ফুটবলার।

১৮ বছর বয়সী হাসাদ নিজেই ইনস্টাগ্রাম পোস্টে তাঁর এই নিষেধাজ্ঞার খবর জানিয়েছেন।

সেখানে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে তিনি লিখেছেন, ‘ইনস্টাগ্রাম স্টোরিতে এক সতীর্থকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জেরে মার্শেই কর্তৃক আমাকে সতর্কতাস্বরূপ নিষিদ্ধ করা হয়েছে। এটি পরিষ্কার করতে চাই যে আমি কখনোই ক্লাব এবং এর ম্যানেজমেন্টের কোনো ক্ষতি করতে চাইনি। এটা সাধারণ একটা জন্মদিনের শুভেচ্ছা বার্তা ছিল। যা আমি অন্য সতীর্থদের বেলায়ও করে থাকি। আমি যদি কাউকে দুঃখ দিয়ে থাকি, তার জন্য ক্ষমাপ্রার্থী। তবে এটা জেনে রাখবেন কাউকে দুঃখ দেওয়ার মনোভাব আমার কখনোই ছিল না।’

ফ্রান্সের সংবাদমাধ্যম লা প্রোভেন্সের বরাতে গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজ জানায়, এর আগে ডিফেন্ডার এমবেমবাকে অনুশীলনে ‘বাজে আচরণের’দায়ে মার্শেইয়ের মূল দল থেকে বের করে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি রিজার্ভ দলের সঙ্গে আছেন। বর্তমানে একই দলে আছেন হাসাদ, যাঁর এখনো মূল দলে অভিষেক হয়নি।

ডিফেন্ডার এমবেমবার জন্মদিনে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দেন হাসাদ। সেখানে লেখেন, ‘হ্যাপি বার্থ ডে কাজিন’। এই ‘কাজিন’ শব্দটি এমবেমবার নিষিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে পোস্টটিতে ক্ষুব্ধ হয় কর্তৃপক্ষ। এর আগেই এক সতীর্থকে অপমান এবং ক্লাবের নির্দেশনা যথাযথভাবে পালন না করার কারণে হাসাদের ওপর কর্তৃপক্ষ অসন্তুষ্ট ছিল। এবারের ঘটনায় তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

গত বছর ফ্রান্সের শীর্ষ প্রতিযোগিতা লিগ আঁতে অষ্টম হওয়া মার্শেই এবার খেলছে নতুন কোচের অধীনে। দলটির কোচ এখন ইংল্যান্ডের ক্লাব ব্রাইটন থেকে আসা রবার্তো ডি জের্বি।

About admin

Check Also

বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা ৪ কোটি ১৭ লাখ: ইউএনডিপি’র প্রতিবেদন

জয় ভিশন অনলাইন: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র মতে বাংলাদেশে বর্তমান অতি দরিদ্র মানুষের সংখ্যা চার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *