Monday , December 23 2024
Breaking News
Home / আন্তর্জাতিক / গুডবাই প্যারিস, ওয়েলকাম লস অ্যাঞ্জেলেস: ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক গেমস

গুডবাই প্যারিস, ওয়েলকাম লস অ্যাঞ্জেলেস: ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক গেমস

ক্রীড়া ডেস্ক:

প্যারিসে অনুষ্ঠিত ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক গেমস ২০২৪ এর পর্দা নেমেছে। ১৫ দিনের এই মিলনমেলা ভাঙল।এবারের আসরে যুক্তরাষ্ট্র ও চীনের ক্রীড়াবিদদের মধ্যে ছিল মূল আধিপত্যের লড়াই। মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের আসর। আগামী অলিম্পিকের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। তাই বলা হচ্ছে, ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-  গুডবাই প্যারিস, ওয়েলকাম লস অ্যাঞ্জেলেস। জমকালো ও আকর্ষণীয় সমাপনী অনুষ্ঠানে গতকাল অলিম্পিক পতাকা তুলে দেয়া হয় পরবর্তী আয়োজক লস অ্যানজেলেসকে।

সমাপনী অনুষ্ঠান শুরু হয় স্থানীয় সময় রাত ১টায়। সিন নদীর তীরে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে বিশ্বকে যেমন তাক লাগিয়ে দিয়েছিল প্যারিস। ৬১ দেশের রাষ্ট্র প্রধানরা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। প্রবল বৃষ্টিও গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ম্লান করতে পারেনি। বড় রকমের সমালোচনা কিংবা প্রশ্ন ছাড়াই শেষ হয়েছে মাঠের ক্রীড়াযজ্ঞ।

সফল আয়োজনের কারণে সমাপনী অনুষ্ঠান নিয়েও প্রত্যাশা ছিলো আকাশচুম্বী। তবে শুরুর মতো শেষ আয়োজনেও সফল আয়োজকরা।

হলিউডের একাধিক তারকাকে দেখা গেছে সমাপনী অনুষ্ঠানে। সবচেয়ে বড় চমক ছিল হলিউড লিজেন্ড টম ক্রুজের স্টান্ট শো। এছাড়াও বিলি এলিশ, স্নুপ ডগদের মতো মেগা স্টারদের দেখা গেছে পারফর্ম করতে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী বিয়ন্সে, টেইলর সুইফটরা। নারী ম্যারাথনের পদক বিতরণ, অ্যাথলেট, সেচ্ছাসেবীদের মিলনমেলা, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখের সমাপনী বক্তব্য ছিল নিয়ম মেনে। অনুষ্ঠানের শেষের দিকে প্যারিসের মেয়র আনি দালগো অলিম্পিকের পতাকা হস্তান্তর করেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাসকে। ২০২৮ সালে পরের অলিম্পিক হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। সেই আসরের প্রায় চার বছর বাকি থাকলেও এখন থেকেই বড়সড় পরিকল্পনা শুরু করে দিয়েছে আয়োজকেরা। জনসংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস। ভয়াবহ যানজটের জন্য শহরটির ‘কুখ্যাতি’ আছে। তবে ২০২৮ অলিম্পিকের সময় যানজট নিরসনে ব্যক্তিগত গাড়িমুক্ত আসর আয়োজনের পরিকল্পনা করছে আয়োজকেরা।

প্যারিস অলিম্পিকে মোট খেলা ৩২টি আর ইভেন্ট রয়েছে ৩২৯টি। পদক জয়ের লড়াইয়ে অংশ নিয়েছেন ২০৬ দেশের ১০ হাজার ৭১৪ জন অ্যাথলেট। গত ২৭ জুলাই প্রথম পদকের লড়াই অনুষ্ঠিত হয় শুটিংয়ের মিক্সড টিম এয়ার রাইফেলে। ১১ আগস্ট মেয়েদের বাস্কেটবল ফাইনাল এবারের অলিম্পিকের শেষ ইভেন্ট।

About admin

Check Also

বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা ৪ কোটি ১৭ লাখ: ইউএনডিপি’র প্রতিবেদন

জয় ভিশন অনলাইন: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র মতে বাংলাদেশে বর্তমান অতি দরিদ্র মানুষের সংখ্যা চার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *