Monday , December 23 2024
Breaking News
Home / খেলাধুলা / বাংলাদেশ পেলো নতুন ফিল্ডিং কোচ- শেন ম্যাকডারমট

বাংলাদেশ পেলো নতুন ফিল্ডিং কোচ- শেন ম্যাকডারমট

চুক্তি হয়েছে আগেই, বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। শনিবার সেই ঘোষণা দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শেন টিমোথি ম্যাকডারমটকে। চলতি সপ্তাহেই বাংলাদেশ দলে যোগ দেবেন তিনি।

ম্যাকডারমটের সঙ্গে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। সিডন্সের মতো বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে অস্ট্রেলিয়ান এই কোচেরও।২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় একাডেমির হেড কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ এবং হাই পারফরম্যান্সে (এইচপি) ফিটনেস সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন তিনি।

শনিবার রাতে এক বিজ্ঞপ্তি দিয়ে ৪১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান কোচের নিয়োগ দেওয়ার খবর জানিয়েছে বিসিবি। ম্যাকডারমটের সঙ্গে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। ব্যাটিং কোচ জেমি সিডন্সের সুপারিশে বিসিবি তাকে তাকে নিয়োগ দিয়েছে বলে জানা গেছে।

কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ তার। দুই দশক ধরে কোচিং করিয়ে আসা ম্যাকডারমট সর্বশেষ শ্রীলঙ্কা জাতীয় দলের ফিল্ডিং কোচ ছিলেন। পাশাপাশি দেশটির ‘এ’ দলেরও দায়িত্ব সামলেছেন তিনি। এ ছাড়া অস্ট্রেলিয়ার সিনিয়র দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন ম্যাকডারমট।

About admin

Check Also

গভীর রাতে কমলাপুরে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ লাইনচ্যুত, ৮ ঘণ্টা পর চলাচল শুরু

জয় ভিশন অনলাইন: ঢাকার কমলাপুর স্টেশন এলাকায় আন্তনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়। গতকাল বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *