Monday , December 23 2024
Breaking News
Home / অন্যান্য / একশ কোটি দুস্থ মানুষের জন্য ৫০টি দেশে এবার রোজায় খাবার পাঠাবে আরব আমিরাত

একশ কোটি দুস্থ মানুষের জন্য ৫০টি দেশে এবার রোজায় খাবার পাঠাবে আরব আমিরাত

অনলাইন ডেস্ক :

পবিত্র রমজান মাসে সারা বিশ্বের ৫০টি দেশের ১০০ কোটি দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দেবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

এ লক্ষ্যে শনিবার প্রথম রোজার দিন ‘ওয়ান বিলিয়ন মিল’ নামে একটি প্রকল্প উদ্বোধন করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম। খবর খালিজ টাইমস।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম এক টুইটবার্তায় বলেন, আমরা আজ ওয়ান বিলিয়ন মিলস ক্যাম্পেইন শুরু করছি। এটি বিশ্বের ৫০টি দেশের ক্ষুধা মোকাবিলায় সবচেয়ে বড় খাদ্য অভিযান। রমজান একটি পবিত্র মাস যেখানে আমরা ৮০০ মিলিয়ন ক্ষুধার্ত মানুষের সঙ্গে সহানুভূতি এবং সংহতি প্রচার করি।

শেখ মোহাম্মদ আরও বলেন, ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এটাই হবে বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে বড় উদ্যোগ। দুবাইয়ের শাসক বলেন, প্রতিদিন বিশ্বের প্রায় ৮০ কোটি মানুষ না খেয়ে ঘুমাতে যান। এই উদ্যোগের মাধ্যমে আমরা সেই সব মানুষের দুঃখ ভাগাভাগি করে নেব।

About admin

Check Also

১৭ ব্যক্তির অর্থ পাচার অনুসন্ধানে সিআইডি: বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছে বাকিদের অনুসন্ধান শেষে দ্রুত সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে-সিআইডি প্রধান

জয় ভিশন অনলাইন: অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অগ্রাধিকার ভিত্তিতে অর্থ পাচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *