Monday , December 23 2024
Breaking News
Home / অন্যান্য / জাতির জনককে উৎসর্গ করা আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জূবিলী মিউচ্যুয়াল ফান্ড: শেয়ার বাজার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

জাতির জনককে উৎসর্গ করা আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জূবিলী মিউচ্যুয়াল ফান্ড: শেয়ার বাজার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

 

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) ও আইসিবি’র সাবসিডিয়ারি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইএএমসিএল) এর যৌথ উদ্যোগে একটি মেয়াদি (Close-end), বর্ধিষ্ণু (Growth) মিউচ্যুয়াল ফান্ড “আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জূবিলী মিউচ্যুয়াল ফান্ড” এর ট্রাস্ট ডিড রেজিস্ট্রেশন ১১ এপ্রিল ২০২২ খ্রি:, রোজ সোমবার, বাংলাদেশ জেনারেল ইনসুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) এর সাথে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, প্রধান কার্যালয়ে (৮ রাজউক এভিনিউ, বিডিবিএল ভবন, লেভেল-১৪, ঢাকা-১০০০) অনুষ্ঠিত হয়।

এ তহবিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে এবং স্বাধীনতার মহিমান্বিত সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষকে কেন্দ্র করে এটি করা হয়। এই তহবিলের নামকরণ করা হয়েছে ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড’।

এ তহবিলের আকার ১০০ কোটি টাকা, যা একটি ক্লোজড-অ্যান্ড মিউচুয়াল ফান্ড, যার প্রতিটির অভিহিত মূল্য ১০ টাকা। আলোচিত ফান্ডটি পরিচালনা করবে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল), ব্র্যাক ব্যাংককে হেফাজতকারী এবং বিজিআইসিকে ‘ট্রাস্টি’ হিসেবে অনুমোদন দেওয়া হয়।

ফান্ডটির মেয়াদ ১০ বছর। তবে বিএসইসির বিধিমালা পরিপালন সাপেক্ষে এটিকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের সুযোগ থাকবে।

চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে সিএমএসএফ’র চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক  মোঃ কামাল হোসেন গাজী এবং মহাব্যবস্থাপকগণ, সিএমএসএফ এর পরিচালনা বোর্ডের সদস্য প্রফেসর ডঃ মোহাম্মদ তারেক, সিএমএসএফ এর চীফ অফ অপারেশনস্‌ মনোয়ার হোসেন, বিজিআইসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ সাইফুদ্দিন চৌধুরী, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. আহমেদুর রহমান এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিঃ এর প্রধান নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আইসিবি এএমসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আহমেদুর রহমান, সিএমএসএফের চিফ অব অপারেশন মোঃ মনোয়ার হোসেন এবং বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সাইফুদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ট্রাস্ট চুক্তিতে সই করেন।

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন বলেন, এই ফান্ডে শতভাগ সাবস্ক্রিপশন হবে। এই ফান্ডটির কার্যক্রম সফল হলে শেয়ারবাজারে ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ড নিয়ে বিনিয়োগকারিদের ভীতি দূর হবে। এছাড়া সিএমএসএফ চেয়ারম্যান মোঃ নজিবুর রহমানের খ্যাতি এবং অভিজ্ঞতার সম্মিলিত প্রয়াসে ফান্ডটি সফলতার দিকে এগিয়ে যাবে এবং শেয়ারবাজারে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে বিনিয়োগকারিদের আস্থা বাড়াবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সিএমএসএফ স্পন্সর হিসেবে ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে, যা মোট বিনিয়োগের ৫০ শতাংশ।তবে আইসিবির নিজস্ব বিনিয়োগও রয়েছে ফান্ডে। অনুষ্ঠানে সিএমএসএফ এর পরিচালনা বোর্ডের সদস্য প্রফেসর ডঃ মোহাম্মদ তারেক বলেন, এই ফান্ড গঠন বিএসইসি এবং সিএমএসএফ এর একটি সময়োপযোগী উদ্যোগ, যা সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে বিনিয়োগের মাধ্যমে শেয়ারবাজারে স্থিতিশীলতা আনবে।

সিএমএসএফ মিউচুয়াল ফান্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান ফান্ডটির সম্ভাবনা ও এর বিনিয়োগ বান্ধব ধরনের উপর দৃঢ় বিশ্বাস ও আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি বলেন, পুঁজিবাজারের গুণগত মানোন্নয়নে এটি কমিশনের প্রশংসনীয় উদ্যোগ। এই তহবিল ক্ষুদ্র বিনিয়োগকারিদের স্বার্থ রক্ষা এবং মিউচুয়াল ফান্ডের রোল মডেল হিসেবে কাজ করবে।

About admin

Check Also

শ্রীলংকায় সংসদ নির্বাচনে বামপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকের দলের নিরঙ্কুশ জয়

জয় ভিশন ডেস্ক: শ্রীলংকায় বামপন্থি প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নির্বাচনি জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *