অনলাইন ডেস্ক:
ভারত বনাম বাংলাদেশ খেলা মানেই এক ভিন্ন মাত্রার উত্তেজনা এক আবেগের নাম।খেলায় হারজিৎ থাকবেই। তবুও কোনো দল হেরে গেলে পরাজিত দেশের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। অবশ্য ভারত-পাকিস্তান খেলার মতো বাঁচামরা উত্তেজনার সৃষ্টি না হলেও বাংলাদেশ-ভারত খেলা মানেই এ যেন এক অব্যক্ত হিসাব নিকাশ। অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের হৃদয় ভেঙে দিয়ে ঠিক সেভাবেই ফাইনাল নিশ্চিত করেছে জুনিয়র টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত এ খেলায় ১৮৯ রানের টার্গেটে খেলতে নেমে ৪ উইকেটে জিতে যায় টাইগাররা।
প্রথমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও টাইগারদের টাল সামলে নেন চারে খেলতে নামা আরিফুল ইসলাম। ৯০ বলে ৯৪ রানের এক দারুণ ইনিংস খেলেন তিনি।
শুরুতে ব্যাট করতে নেমে জুনিয়র টাইগারদের বোলিং তোপে দুমড়েমুচড়ে যায় ভারতের ব্যাটাররা। ৬১ রানেই ভারত হারিয়েছিল ৬ উইকেট। তবে পাঁচে নামা মুশির খান ও আটে নামা মুরুগান অভিষেকের ব্যাটে ভর করে ১৮৮ রান তোলে ভারতের অনূর্ধ্ব ১৯ দল।
২০১৯ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল টাইগারদের। পরের বছর ফাইনালে ভারতকে হারিয়ে সেই কষ্টে প্রলেপ দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এবার মধুর প্রতিশোধই নিয়ে নিল জুনিয়ররা ফাইনালে। আজ শুক্রবার প্রতিবেশি ভারতকে ৪ উইকেটে হারিয়ে দেশের সোনার ছেলেরা পৌঁছে গেছে টুর্নামেন্টের ফাইনালে। এনিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে নিজেদের নাম লিখে নিল ছেলেরা।